ব্রেকিং

x

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তায় ৫৩ হাজার ৩৩৪ টি শটগান কেনার সিদ্ধান্ত।

বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ | ৩:৪৮ অপরাহ্ণ | 1139 বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০৩ রাইফেলের পরিবর্তে ১২ শটগান ব্যবহার করার লক্ষ্যে নতুন ৫৩ হাজার ৩৩৪ টি শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এ অস্ত্র কিনতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় অর্থ মন্ত্রনালয়ের নিকট অতিরিক্ত ৩৯৭ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ চেয়ে একটি স্বতন্ত্র প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল বলেন,ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যদের মধ্যে প্রতি কেন্দ্রে প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারকে একটি করে মোট ২ টি শটগান সরবরাহের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আগামী নির্বাচনে কেন শট গান ব্যবহার করা হবে? জন নিরাপত্তা বিভাগের চিঠির উত্তরে জানা যায় ৩০৩ মি:মি: রাইফেল ইতি পূর্বেও ব্যাবহার করেছে আনসার সদস্যরা যাহা পুরনো, ব্যবহার অনুপযোগী,ঝুকিপূর্ন এবং বিভিন্ন বাহিনী থেকে পাওয়া,রাইফেলটি লিথাল উইপিন হিসাবে শ্রেনীকৃত। জন নিরাপত্তার ক্ষেত্রে লিথান উইপিন এর চেয়ে নন লিথান উইপিন শটগান নিরাপদ ও কার্যকর। ১১ তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিÍপূর্ন ভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ, সে কারনে ৩৮ হাজার ৫৯৬ টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় অনান্য বাহিনীর সংগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লক্ষ সদস্য নিয়োজিত থাকবে। প্লাটুন কমান্ডার ও সহ:কমান্ডার, সহ আনসারদের শটগান পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩৫ অপরাহ্ণ
  • ৬:৪৬ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com