ব্রেকিং

x

আখাউড়ায় ৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে, ৭ বীরশ্রেষ্ঠকে স্মরণ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ | 116 বার

আখাউড়ায় ৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে, ৭ বীরশ্রেষ্ঠকে স্মরণ
৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান দুটি সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি প্রাঙ্গণে ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই সংগঠনের উদ্যোগে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়ার শরীরচর্চা বিষয়ে ‘চিরসবুজ সংঘ’ ও ‘রানার্স’ নামে দুটি সংগঠনের ১১৯ সদস্য ৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করেন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান সড়ক হয়ে দরুইনে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে যান। সেখানে তাঁরা জাতীয় সংগীত গান। পরে সাত বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মোস্তফা কামালের সমাধির পরিচ্ছন্নতাকর্মী ফুলবানুকে সম্মাননা স্মারক দেন তাঁরা।

এ কর্মসূচির উদ্যোক্তাদের অন্যতম মারিয়াম তাবাসসুম বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে আমাদের এ আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জমসেদ শাহ্, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক, বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া প্রমুখ।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com