আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেটে বাইরে সাকিব আল হাসান। তবে ঘরে বসে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। নেমে পড়েছেন ফুটবল খেলতে।
সামাজিক ফুটবল ক্লাব ফুটি হ্যাগসের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন সাকিব। তাদের প্রতিপক্ষ ছিল দ্যা কোরিয়ান এক্সপার্ট টিম।
৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সাকিবের দল ফুটি হ্যাগস। দলটির হয়ে খেলেছেন বেশ কয়েকজন পেশাদার ফুটবলারও।
বাজিকরের প্রস্তাব আইসিসিকে না জানানোয় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান।
তাই ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বিশ্রামেই থাকতে হচ্ছে দেশসেরা ক্রিকেটারকে।
Development by: webnewsdesign.com