ব্রেকিং

x

অ্যাসিড দগ্ধ কিশোরী তানজিম আর নেই

রবিবার, ০৮ জুলাই ২০১৮ | ৬:১৫ অপরাহ্ণ | 948 বার

অ্যাসিড দগ্ধ কিশোরী তানজিম আর নেই

নিষ্ঠুর বর্বরতার শিকার এসিড দগ্ধ বিশোরী তানজিম গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে মৃত্যু বরন করেন। ১৪ই মে দিবাগত রাত্রে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় তানজিম ও তার ছোট বোন মারজিয়ার উপর মহব্বত হাওলদার নামে এক মুখে এ্যাসিড ছুড়ে মারে।এসিডে তানজিমের শ্বাসনালী পুড়ে গেছে পাশাপাশি এক চোখ এক কান ও নাকের খানিকটা গলে যায় অন্য চোখের অবস্থা ও ভালো ছিল না। মুখ থেকে বুকের নীচ পর্যন্ত গভীর ভাবে দগ্ধ হয়। তানজিমের শরীর ও শ্বাসনালী সহ ২৪ শতাংশ দগ্ধ হয়। সিটি হাসপাতালে নিবীড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তানজিম মারা যায়।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ৪:১৫ অপরাহ্ণ
  • ৬:০০ অপরাহ্ণ
  • ৭:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com