নিষ্ঠুর বর্বরতার শিকার এসিড দগ্ধ বিশোরী তানজিম গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে মৃত্যু বরন করেন। ১৪ই মে দিবাগত রাত্রে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় তানজিম ও তার ছোট বোন মারজিয়ার উপর মহব্বত হাওলদার নামে এক মুখে এ্যাসিড ছুড়ে মারে।এসিডে তানজিমের শ্বাসনালী পুড়ে গেছে পাশাপাশি এক চোখ এক কান ও নাকের খানিকটা গলে যায় অন্য চোখের অবস্থা ও ভালো ছিল না। মুখ থেকে বুকের নীচ পর্যন্ত গভীর ভাবে দগ্ধ হয়। তানজিমের শরীর ও শ্বাসনালী সহ ২৪ শতাংশ দগ্ধ হয়। সিটি হাসপাতালে নিবীড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তানজিম মারা যায়।
Development by: webnewsdesign.com