আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি সর্বজনীন পূজা কমিটি আয়োজিত কলাবাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত বিপুলসংখ্যক পূজারী ও দর্শনার্থীর উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শিকল ভেঙে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এ দেশ আমার-আপনার সবার। তাই সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবে না, আমরা সেই ঠিকানাও অতিক্রম করে যাব।’
তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত বাংলাদেশের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক।
ধর্মীয় উৎসব এখন আর শুধু সংশ্লিষ্ট ধর্মের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়—এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের পাশাপাশি প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর আনন্দও আজ সর্বজনীন।’ তিনি আরও বলেন, ‘২০১১ সালে দেশে পূজামণ্ডপ ছিল প্রায় ১ হাজার ১০০, এখন তা ৩ হাজার ১০০-এর বেশি। পূজামণ্ডপ তিন গুণ বৃদ্ধির কারণ, নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি ও নিরাপত্তাবোধের স্বস্তি।’
তিনি বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। তার পরের পরিচয় আমরা কে কোন ধর্মের। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শিকল ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি পূজা কমিটির সভাপতি অমর কৃষ্ণ পোদ্দার, সাধারণ সম্পাদক অশোক কুমার বসু, সহসভাপতি বি কে সাহা প্রমুখ।
Development by: webnewsdesign.com