রবিবার, ২৯ এপ্রিল ২০১৮ |
১০:৪৩ অপরাহ্ণ | 972 বার
চট্টগ্রামের ফটিক ছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে দাফনের ৪৮দিন পর শারমিন আক্তার নামে মানসিক ভার সাম্যহীন নারী বাড়ী ফিরে এসেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান গতকাল শনিবার বলেন, গত ৫ ই মার্চ নজির হাট নতুন রাস্তার মাথায় এক মানসিক ভারসাম্যহীন নারী সড়ক দুর্ঘটনায় মারা গেলে, হাট হাজারী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে ৫ই মার্চ রাতে পুলিশ সুন্দর গঞ্জ গ্রামের জিন্নাহ আলী তালুকদার বাড়ীর আব্দুস সালাম হাট হাজারী থানায় গিয়ে লাশটা তার বোন মানসিক রোগী শারমিন আক্তারের (২৭) বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়ীতে নিয়ে আসেন। পরদিন পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। দাফনের ৪৮ দিন পর হঠাৎ করে শারমিন আক্তার (২৭) বাড়ী ফিরে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে সুন্দর গঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ শাহনেওয়াজ বলেন, শারমিনের ভাই ও আতœীয় স্বজন হাট হাজারী থানায় গিয়ে শারমিনের লাশ শনাক্ত করে নিয়ে এসে দাফন করে এবং ফাতেহাসহ সকল কার্যাদি সম্পন্ন করেন। তবে হঠাৎ করে এই নারী বাড়ী ফিরে এসেছে বলে শুনেছি।