করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন মোকাবিলায় এ মূহূর্তে দেশের সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বর্ডার (সীমান্ত) বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে।’
আজ রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইএইচএম) নবনির্মিত ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনার নতুন ধরন (ভেরিয়েন্ট) অমিক্রন ইতিমধ্যে প্রায় ৪০টি দেশে ছড়িয়েছে। এর মধ্যে পাশ্ববর্তী দেশ ভারতও আছে। এ ধরন নিয়ে ভয়ের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিজ্ঞানীরা বলছেন। ভয়ের কথা বলছেন অন্যরাও। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়েছে।
জাহিদ মালেক বলেন, ‘এখনো এমন পরিস্থিতি হয়নি যে বর্ডার বন্ধ করতে হবে বা লকডাউন দিতে হবে। সীমান্ত এলাকার প্রতিটি বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অমিক্রন মোকাবিলায় আমাদের যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব, ইতিমধ্যেই সব নিয়েছি। আমরা এর মধ্যেই অমিক্রন মোকাবিলায় একটি আন্তমন্ত্রণালয় সভা করেছি। সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা ও অমিক্রন আক্রান্ত অন্যান্য দেশ থেকে যে–ই আসবে, তাঁকে ৪৮ ঘণ্টা আগে টেস্ট করে আসতে হবে এবং দেশে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’
সরকারের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে অতি সম্প্রতি আট হাজারের বেশি নার্স এবং চার হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। দেশে চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে। অমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তগুলোর দিকেও আমাদের দৃষ্টিপাত রয়েছে। তবে সব প্রস্তুতির পরও দেশের মানুষকে আরও স্বাস্থ্য সচেতন হতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় আরও ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
Development by: webnewsdesign.com