কানাডার অধিবাসী নাম তার উইন্সটন ব্ল্যাকমোর । তিনি কানাডিয়ান একজন নাগরিক। তিনি ২৪ স্ত্রী এবং ১৪৯ জন সন্তান, এই বিশাল পরিবার নিয়ে তিনি এতোদিন ভালো ভাবেই সংসার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি একাধিক স্ত্রী রাখার দায়ে তাকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছেন। ২৪ স্ত্রী রাখার ব্ল্যাকমোরকে ছয় মাসের গৃহবন্দী আদেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়েছে গৃহবন্দী থাকা কালীন তিনি কাজের জন্য তিনি বাইরে যেতে ,পারবেন।
Development by: webnewsdesign.com