মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজার রোহিঙ্গাদের সমস্যার অন্ত নেই। চাল, ডাল থাকলেও রান্ন করার সংকট এমনই হাজারো সমস্যায় তাদের মৌলিক অধীকার পূরন করাই দায়। সব ঋতুতেই তারা বেমানান, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে বেশ কিছু শিশু ও বৃদ্ধ মারা যায়। এই বর্ষা মৌশুমে নানা রোগে আক্রান্ত রোহিঙ্গারা। বহু সংখ্রক গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা ঝুকিতে। তারা পাচ্ছেনা ঠিকমত পুষ্টি খাবার ও চিকিৎসা। এবং এর মধ্যে বিপুল সংখ্যক শিশুর খাতনা জটিলতা ও দেখা দিয়েছে যে কারনে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে রোহিঙ্গাদের পুষ্টির খাবার পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাবস্থা না হলে রোহিঙ্গা শিবিরে নানা মুখী সমস্যায় জর্জরিত হবে।
Development by: webnewsdesign.com