ব্রেকিং

x

নিজস্ব প্রতিবেদক

১৫ ই আগষ্টের পট পরিবর্তন বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত ছিলোঃ তথ্যমন্ত্রী

সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৫:২৪ অপরাহ্ণ | 1266 বার

১৫ ই আগষ্টের পট পরিবর্তন বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত ছিলোঃ তথ্যমন্ত্রী

তথ্যমমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগষ্টের পট পরিবর্তন বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত ছিলো। জেনারেল জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুর খুনীদের রাজনীতিতে প্রতিস্থাপন করেছিলেন।

তিনি বলেন,যুদ্ধের চশমা দিয়ে আমরা বাংলাদেশকে দেখতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও মাপকাঠি দিয়ে বাংলাদেশে যা ঘটেছে তা পরীক্ষা করে নিতে হবে। পরীক্ষায় পাশ করলে গ্রহন করবো, নইলে তা প্রত্যাখান করবো।



গতকাল খুলনা বেতার চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগষ্ট জাতির পিতা ও তার পরিবারের সদস্যের হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছে খন্দকার মোস্তাক আহমেদ। সপক্ষের লোক কিন্তু পক্ষ ত্যাগ করে জাতির পিতাকে হত্যা করলো। মীর জাফর, রাজাকার খন্দকার মোশতাক হচ্ছে ইতিহাসের বেঈমানি তিন খল চরিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্রশীল।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com