ব্রেকিং

x

হাসিনা-মোদি সম্পর্ক উন্নয়ন হবে

শনিবার, ১৯ মে ২০১৮ | ২:২৯ অপরাহ্ণ | 1315 বার

হাসিনা-মোদি সম্পর্ক উন্নয়ন হবে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ-ভারত দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও উঁচুতে পৌঁছাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে যে সম্পর্কের ভিত তৈরি করে গেছেন বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রী তা আরও উচ্চতায় নিয়ে গেছেন। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিকী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সুখে-দুঃখে ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এদেশে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবাই সমান অধিকার ভোগ করছে। এটা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের এ সম্মেলনের মধ্য দিয়ে পরিষদের একটি নতুন কমিটি আসবে। এই কমিটি প্রয়োজনীয় এজেন্ডা তৈরি করে কাজ করবে বলেও আমি আশা করি। পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন মত্স্য ও  প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল।  এর আগে বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন হর্ষবর্ধন শ্রিংলা।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com