ব্রেকিং

x

শ্রীপুরে বিদ্যুৎতের আগুনে বসতবাড়ী পুড়ে ছারখার

রবিবার, ১৮ মার্চ ২০১৮ | ৬:০৭ অপরাহ্ণ | 1467 বার

গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়নের আওতাধীন মাওনা উত্তরপাড়া মহাসড়কের পূর্বপাশে সামসুদ্দিনের পুত্র মোঃ ফাইজুল ইসলাম (৩২) এর বাড়ীতে আগুন ধরার ঘটনা ঘটেছে। জানা যায়, একই এলাকায় মৃত সাহেদ আলীর পুত্র মোঃ আমির হোসেন (৩৭) এর বাড়ীতে মিটার তার সংযোগ করেন। বিদ্যুৎ খুটি থেকে আমির হোসেনর বাড়ীতে মিটার লাইন সংযোগ চালু করে। কিন্তুু হঠাৎ মঙ্গলবার রাত আনুমানিক ২.০০ সময় সার্ভিস তার লাইন থেকে হঠাৎ আগুন লেগে বাড়ীর ২৫% ঘরের টিন পুড়ে যায়। এতে এলাকার লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রেনে আনেন। জানা যায় এর আগেও ডিসেম্বর ২০১৭ এর শেষ সপ্তাহে এই লাইনে আগুন ধরার ঘটনা ঘটে। বাড়ীর পাশে থাকা খড়ের পালাটি পুড়ে যায়। তারপর আমির হোসেনকে পুনরায় লাইন সংযোগ দিতে বাঁধা প্রদান করেন। কিন্তুু লাইনটি পুনরায় যুকি থাকার পরও জোড় জুলুম ভাবে পুনরায় আমির হোসেন লাইন সংযোগ প্রদান করেন। বলে, আমার উপরে অনেক হাত আছে, আমি লাইন নিবই নিব। যদি কারও ক্ষমতা থাকে তাহলে যেন, লাইনের বাঁধা দেয়। আর যে বাঁধা দেবে তাকে দুনিয়া থেকে মেরে চির বিদায় করে দিব। তাই এই লাইনটি ২বার সংযোগ দেওয়ার পর দুবারই আগুন ধরে। এতে করে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকার সচেতন মহল মনে করেন। ১নং মাওনা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য মোঃ কাইয়ুম শেখ বলেন, আমি এই লাইনের ব্যাপারে আমির হোসেনকে বার বার বলার পরও তিনি কোন রকম কর্ণপাত করেনি। আমির হোসেন কাউকে কোন তোয়াক্কা করে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাইজুল ইসলাম বলেন, আমির হোসেন আমার প্রতিবেশী, বাড়ীর উত্তর ও পশ্চিমপার্শ্ব দিয়া দরনার সাথে পেজ দিয়া আনুমানিক ২০০গজ কারেন্টের তার দিয়া আমির হোসেনের বাড়ীতে লাইন সংযোগ করেন। আমি বসত ঘরের দরনা থেকে বিদ্যুতের
তার সরাতে বল্লে আমির হোসেন বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসতে থাকে। তিনি কোন রকমই কর্ণপাত করেনি। আমার ঘরের টিনের চাল, খাপ, কুড়ো, দরজা, জানালা, বারান্দার গ্রিল সহ অন্যান্য মালামাল পুড়িয়া আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। উক্ত সময় আগুনের তাপে ঘুম থেকে জাগ্রত হইয়া আশপাশের লোকজন আমার আতœচিৎকারে এগিয়ে আসলে প্রতিবেশীরা ঘর পুড়িয়া যাওয়া বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা করে। পরবর্তীতে উক্ত বিষয়ে আমির হোসেনকে ডাকিলে তিনি আমার কথায় কোন কর্ণপাত করে না। তাই উল্লেখিত বিষয়ে শ্রীপুর মডেল থানায় বাদী হইয়া ফাইজুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন। তাই এ বিষয়ে উধর্বতন কর্তৃপক্ষে কাছে সু-দৃষ্টি কামনা করছেন ফাইজুলের পরিবার বর্গ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com