ব্রেকিং

x

বিশ্বের মুসলিম সংকট সমাধানে ইসলামী সম্মেলন সংস্থার উদ্বোধনী সভায় প্রধান মন্ত্রী সংকট সমাধানে শেখ হাসিনার পাঁচ দফা|

রবিবার, ০৬ মে ২০১৮ | ৬:১৪ অপরাহ্ণ | 1296 বার

বিশ্বের মুসলিম সংকট সমাধানে  ইসলামী সম্মেলন সংস্থার উদ্বোধনী সভায় প্রধান মন্ত্রী  সংকট  সমাধানে শেখ হাসিনার  পাঁচ দফা|

গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিন ব্যাপী ইসলামিক সম্মেলন সংস্থার ৪৫ তম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সভার উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুসলিম দেশ গুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থাকে বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহব্বান জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা , তিনি বলেছেন , মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নিমূর্লের মুখোমুখী ও আই সি তখন নিশ্চুপ থাকতে পারেনা। প্রধান মন্ত্রী আরও বলেন রোহিঙ্গাদের আমাদের মতো মর্যাদার সংগে বাঁচার এবং জীবিকার অধীকার ফিরিয়ে দেবার ব্যাবস্থা করে দিতে হবে। তাই বাংলাদেশের সংগে মিয়ানমারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নেপিদোর উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। প্রধান মন্ত্রী এ সময় মুসলিম বিশ্বের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান মন্ত্রীর পাঁচ দফাঃ

(১) ইসলামের মৌলিক বিশ্বাসের উপর সবাইকে আস্থাশীল হতে হবে। সাম্প্রদায়িক মানসিকতা বর্জন করতে হবে এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ বা সমাজ বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।



(২) শান্তিপূর্ণ উপায়ে সব বিবাদের সমাধান করতে হবে। আমাদের নিন্দুকদের কোন প্রকার প্রভাব বিস্তারে সুযোগ না দিয়ে, নিজেদের সমস্যা নিজেদেরই সমধান করতে হবে। ও আই সি তে আমাদের বিরোধ মিমাংসার প্রক্রিয়া সমূহ শক্তিশালী করতে হবে। এবং আমাদের নিজস্ব শক্তি ও সম্পদ সমূহের আরও উৎকর্ষ সাধন করতে হবে।

(৩) আমাদের আতœসচেতন আলোকিত জীবন যাপন করতে হবে। আমাদের মৌলিক বিশ্বাসকে অটুট রেখে সমাজের সামঞ্জস্য বজায় রেখে জীবন যাপন করতে হবে। তাহলে ইসলাম সর্ম্পকিত ভিতি দূর হবে। আমাদের মূল্যবোধ ভিত্তিক আর্ন্তজাতিক সর্ম্পকের লালন করে, আলোকিত বিশ্ব ব্যাবস্থার পথ দেখাতে হবে।

(৪) দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ এবং জরুরী মানবিক দূরবস্থা মোকাবিলার জন্য ইসলামী সম্মেলন সংস্থার বলিষ্ঠ কর্মসূচীসহ একটি দ্রুত কর্মকর উন্নয়ন মূলক কার্যপরিকল্পনা প্রনয়ন করা আবশ্যক। ও আই সি ২০২৫ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের যৌথ উদ্দ্যেগ গ্রহন করতে হবে।

(৫) ইসলামের শাশ্বত মূল্যবোধ যেমন শান্তি , সংযম, ভ্রাতৃত্ব , সম্যতা, ন্যায়বিচার ও সমবেদনা থেকে আমাদের সর্বদা অনুপ্রেরনা ও শক্তি আহরন করতে হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com