ব্রেকিং

x

নতুন কৌশলে লোকাল বাসে পাচার হয় ইয়াবা

বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ৪:০২ অপরাহ্ণ | 1116 বার

নতুন কৌশলে লোকাল বাসে পাচার হয় ইয়াবা

ইয়াবা পাচার কারীরা নিত্য নতুন রাস্তার সঙ্গে লোকার বাসকে ইয়াবা পাচারের নতুন কৌশল হিসাবে বেছে নিয়েছে। কক্সবাজার হতে ইয়াবা পাচারের নিরপদ বাহন হিসাবে লোকাল বাস ব্যাবহার করছে ইয়াবা পাচার কারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই বিলাস বহুল বাস ও গেইটলক সার্ভিসের পরিবর্তে লোকাল বাস ব্যবহার করছে ইয়াবা পাচার কারীরা। চট্টগ্রাম মেট্টো মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তপন শর্মা লোকাল বাসে ইয়াবা পাচারের সময় কয়েকটি ইয়াবা চালান আটক অভিযানের পর তিনি ইয়াবা পাচারের নতুন কৌশল সম্পর্কে বলেন। কক্সবাজার ও টেকনাফ থেকে আসা পরিবহন গুলোতে যে ভাবে নজরদারী থাকে, লোকাল বাসে সে ভাবে নজরদারী থাকতো না। সেই সুযোগ কাজে লাগাতে তাঁরা পাচারের এ কৌশল বেছে নেয়। বিষয়টি দৃষ্টি গোচর হলে প্রশাসনিক ভাবে সকল পরিবহনে নজর দারী বাড়ানো হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রনের আরেক কর্মকর্তা বলেন, ইয়াবা পাচারের সঙ্গে ফলোয়ার সোর্স থাকে ফলে বার বার গাড়ী পরিবর্তনের ফলে ইয়াবা চক্রকে ঠিক ভাবে ফলো করা যায়না। সে কারনেই হয়তো পাচারকারীরা লোকাল বাস ব্যবহার করছে। কয়েকদিন পূর্বে চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রন অধীদপ্তরের কর্মকর্তার হাতে গ্রেফতার হয় ইয়াবা পাচারের হোতা রেজাউল করিম, জিজ্ঞাসাবাদে লোকাল বাসে ইয়াবা পাচারের চাঞ্চল্য কর তথ্য দেন তিনি। তিনি বলেন, পঁটিয়া থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ৪টি চেকপোষ্ট আছে। সেখানে প্রশাসনের পরিবহন ছাড়া লোকাল বাসে কোন তল্লাসী হয় না। সেজন্যই ইয়াবা পাচারে লোকাল বাস নিরাপদ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com