ব্রেকিং

x

কমনওয়েলথ ওমেন্স ফোরামে প্রধানমন্ত্রী নারীপুরুষ একসঙ্গে কাজ করবে মানবিক উন্নয়নে।

বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৪:৩৪ অপরাহ্ণ | 1243 বার

কমনওয়েলথ ওমেন্স ফোরামে প্রধানমন্ত্রী নারীপুরুষ একসঙ্গে কাজ করবে মানবিক উন্নয়নে।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বশান্তি ও নারীর ক্ষমতায়নকে মূল স্তম্ভের উপর দাঁড় করিয়ে ভবিষ্যতে দারিদ্র, বৈষম্যহীন ও সংঘাত মুক্ত সমাজ গড়ে তুলতে চাই। আমাদের দর্শন হবে মানবিক উন্নয়নে নারী,পুরুষ হাতে হাত ধরে কাজ করবে। গতকাল মঙ্গলবার সকালে লন্ডনে রানী এলিজাবেত কন্ফারেন্স সেন্টারে ২- এ কমনওয়েলথ ওমেন্স ফোরামের একটি প্লানারী সেশনে মূল বক্তব্যে প্রধান মন্ত্রী এসব কথা বলেন। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের আমন্ত্রনে কমনওয়েলথ ওমেন্স ফোরাম আয়োজিত ক্ষমতায়নে শিক্ষা কমনওয়েল ভূক্ত দেশ গুলোয় নারীর জন্য গুনগত মানের প্রাথমিক শিক্ষা ও বাস্তব ভিত্তিক মাধ্যমিক শিক্ষা এবং সমতা আনয়ন শীর্ষক প্ল্যানারী সেশনে মূল বক্তব্য দেন প্রধান মন্ত্রী। গতকাল থেকে শুরু হয়েছে কমনওয়েলথের সরকার প্রধান দের ২৫তম সভা। টুয়ার্ড এ কমন ফিউচার প্রতিপাদ্যের সভার শুরুতেই ব্রিটিশ প্রধান মন্ত্রী তেরেসা মে, মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসদের মতো ব্যক্তিত্বরা বক্তব্য দেন। এডুকেট টু এম্পাওয়ার অধীবেশনে অষ্ট্রেলিয়া প্রধান মন্ত্রী জুলিয়া জিলার্ড উদ্বোধনী বক্তব্য দেন। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের আন্তর্জাতীক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ও এ কথা বলেন। ২০মিনিটের বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি এবং তার সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা ও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন উপযুক্ত শিক্ষা ছাড়া নারী ক্ষমতায়ন সম্ভব না। সামাজিক প্রবিন্ধকতা দূরীকরন ও গ্রামীন নারীদের জীবন মান উন্নয়নে নারী শিক্ষা ব্যাপক ভুমিকা পালন করেছে। ফলে পারিবারীক নির্যাতন ও শোষনের ঘটনা বহুলাংশে কমেছে। নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষতায়ন বাল্য বিবাহ কমাতে বিশেষ অবদান রেখেছে। লিঙ্গ সমতায় দক্ষিন এশিয়ায় বাংলাদেশ নেতৃস্থানীয় জায়গায় থাকার কথা উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে হিসাবে ১৪৪টি দেশের মধ্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ৪৭তম এবং দাক্ষিন এশিয়ায় প্রথম নারী রাজনৈতিক ক্ষমতায়নে ১৫৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের সংসদই বিশ্বের একমাত্র সংসদ যেখানে স্পিকার সংসদ নেতা, বিরোধী দলিয় নেতা, সংসদ উপনেতা নারী। বাংলাদেশে সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী অফিস আদালত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রদূতের মত উচ্চ পদ গুলোয় বাংলা দেশের নারীরা দক্ষতার সাথে কাজ করছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com