ব্রেকিং

x

কবিতা ” অপেক্ষা বৃষ্টির” লিখেছেন মোঃ আল-আমিন হোসেন

শনিবার, ২৬ মে ২০১৮ | ১২:০৪ পূর্বাহ্ণ | 1593 বার

কবিতা ” অপেক্ষা বৃষ্টির” লিখেছেন মোঃ আল-আমিন হোসেন

ইচ্ছে ঘুড়ি, যাচ্ছে উড়ি, গগন একাকার।
নিস্তব্দ সব, নেই কলরব, শীতলের হাহাকার।

মন আকাশে, সপ্ন ভাষে, কুড়িয়ে নেব দু’হাত ভরে,
কাঁদছেরে মন আসবি কখন? বৃষ্টি ও তোর জন্যরে।



নীলাভ ঐ আকাশটাকে জড়িয়ে নিচ্ছে মেঘে।
বৃষ্টি হয়ে, গগন চিড়ে, ঝড়বে আপন বেগে।

শেষ বিকেলের বৃস্টির যদি একটু ছোঁয়া পাই!
ইচ্ছের ডাকে নিজেকে ভেজাব, শ্রাবন মোহনায়।

হাত বাড়িয়ে চাইছি নিতে রিমঝিম শিহরন,
একটু যদি অঝোরে ঝড়ে, ভিজে যাবে এই মন।

বৃক্ষরাজি দিচ্ছে সাড়া, বায়ুরা সব দিশেহারা,
ধীরে ধীরে যে চমকে আকাশ, থমকে ঝড়িছে জল।
ওরে বৃষ্টি কেন হঠাৎ এলি বল?

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com