ব্রেকিং

x

আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে তৃতীয় পক্ষ মাঠে নেমেছে, তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও : প্রধান মন্ত্রী

সোমবার, ০৬ আগস্ট ২০১৮ | ৫:১১ অপরাহ্ণ | 1126 বার

আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে তৃতীয় পক্ষ মাঠে নেমেছে, তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও : প্রধান মন্ত্রী

গতকাল দুপুরে গনভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন,দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা এ ঘটনার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছি। অনেক হয়েছে, আর নয় শিক্ষার্থীরা এবার তোমাদের শিক্ষাঙ্গনে ফিরে যাও।

শিক্ষার্থীরা কয়েকটি আন্দোলন করেছে। তাদের ইচ্ছামতো যা যা করার করেছে আমরা তা মেনে নিয়েছি। কোন বাধা দেয়নি। নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন রত শিক্ষার্থীদের সঙ্গে নিজ স্বার্থ হাসিলের জন্য সুযোগ নিতে এখন তৃতীয় পক্ষ ঢুকে পড়েছ, সেজন্য ছাত্রদের নিয়ে আমি শঙ্কিত। এই তৃতীয় শক্তি যে কোন সন্ত্রাস ঘটাতে পারে। কেউ গুজবে কান দিবেন না। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ঢাকার বাইরে থেকে লোক এসেছে আন্দোলনের সঙ্গে মিশে সন্ত্রাসী কান্ড ঘটিয়ে আমার শিক্ষার্থীদের ক্ষতি করতে পারে। কারন অতীতে তাদের গাড়ীতে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে মানুষ মারার অভ্যাস আছে।



শিক্ষার্থীদের ক্ষতি হলে এর দায় দায়িত্ব কে নেবে? তাই অভিভাবকদের কাছে আমার অনুরোধ আপনার সন্তানদের ঘরে ফিরিয়ে নিন। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও। ভালোভাবে পড়াশোনা করো। লেখাপড়া করতে হবে। আর কোন বাবা মায়ের কোল খালি হোক তা আমি চাইনা। হারানোর বেদনা আমি বুঝি, তোমদের নিরাপত্তার ব্যাবস্থা আমি করবো।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com